তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সন্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রামনগর চৌমাথা মোড়ে
By -Prathamalorbarta
অক্টোবর ১৮, ২০২৫
0
শনিবার বিকেলে রানাঘাট ১নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সন্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রামনগর চৌমাথা মোড়ে।প্রসঙ্গত গত কয়েক দিন যাবৎ তৃনমূলের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্যোগে বিভিন্ন ব্লকে আয়োজিত হচ্ছে তৃনমূলের বিজয়া সন্মেলনী অনুষ্ঠান।
আর তারই অঙ্গ হিসেবে শনিবার বিকেলে রামনগর রানাঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সন্মেলনী অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃনমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, রানাঘাট জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ গাঙ্গুলি, বিধায়ক ডাক্তার মুকুটমনি অধিকারী, জেলা পরিষদের সহ সভাপতি সজল বিশ্বাস, জেলা পরিষদের দীপক বসু , রিক্তা কুন্ডু, নীলিমা নাগ, রত্না ঘোষ কর, তাপস ঘোষ সহ স্থানীয় নেতৃবর্গ।
এইদিন জয়প্রকাশ মজুমদার সহ অনেকে বক্তব্য দেন পাখির চোখ 2026 এ বিধানসভার ভোট। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে কর্মীদের বিশেষ করে মহিলাদের উজ্জীবিত হওয়ার আহ্বান জানান ।