শ্রীরামপুর শ্রী শ্রী রাধাবল্লভ মন্দির ৬৫০ বছরে পদার্পণ করে আগামী পাঁচই নভেম্বর থেকে রাসযাত্রা শুভ সূচনা হবে।

Prathamalorbarta
By -
0

আমাদের চ্যানেলের প্রতিনিধি সরাসরি আজ বৃহস্পতিবার চলে গেছিল শ্রীরামপুর শ্রীশ্রী রাধা বল্লভ মন্দিরে। সেখানে দেখা গেল এক অপূর্ব দৃশ্য। 

 ভক্তরা প্রত্যেকদিনের মতন আজও এক বিশেষ দিনে মহা প্রসাদ সেবা নিচ্ছে। আগামী 5ই নভেম্বর থেকে চলবে রাসযাত্রা। এই রাস যাত্রা শুধুমাত্র অনুষ্ঠিত হয় নবদ্বীপের মায়াপুরে এবং হুগলি জেলার শ্রীরামপুর শ্রী শ্রী রাধা বল্লভ মন্দিরে। এখানেই একমাত্র দুটো নারায়ন একসাথে থাকে।

 যেটা সারা বিশ্বের কোন জায়গায় দেখা যায় না। এক দিকে যেমন প্রভু জগন্নাথ বলরাম মা সুভদ্রা দেবী। আবার ঠিক তার পাশে থাকে রাধা কৃষ্ণ একসাথে বিরাজমান দর্শকদের দর্শন দেয় এই দুই নারায়ন যেটা অন্য কোথায় দেখা যায় না এই দৃশ্য। আগামী ৫ই নভেম্বর থেকে শুরু হচ্ছে রাস যাত্রা। …

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)