২০২৫ সালে সাহিত্য নোবেল পাচ্ছেন হাঙ্গেরির সাহিত্যিক লাজলো ক্রাজনাহোরকাই। নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, মহাপ্রলয়ের ভয়াবহতার মধ্যেও শিল্পের শক্তিকে স্বমহিমায় স্থাপিত করেছেন লাজলো।হাঙ্গেরির সাহিত্যিকের শিল্পকর্মকে ‘মনোমুগ্ধকর’ এবং ‘দূরদর্শী’ও আখ্যা দিয়েছে রয়্যাল সুইডিস অ্য়াকাডেমি।