মালদার হরিশচন্দ্রপুরের বিষ্ণুপুর এলাকা থেকে দিনদুপুরে অপহৃত তিন বছরের এক শিশুকন্যাকে মাত্র ২৫ মিনিটে উদ্ধার করল মালদা জেলা পুলিশ।

Prathamalorbarta
By -
0

মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার সময় দুই মুখোশধারী দুষ্কৃতী ইয়ামাহা বাইকে এসে কোতল এলাকায় খেলা করা শিশুটিকে তুলে নিয়ে চণ্ডীপুরের দিকে চম্পট দেয়। খবর পেয়ে তৎক্ষণাৎ নাকা-চেকিং শুরু করে পুলিশ। বাইকের বর্ণনা ও দুষ্কৃতীদের গতিপথ জানিয়ে দেওয়া হয় স্থানীয়দের। এক ব্যক্তি চণ্ডীপুরের কাছে বাইকটিকে দেখে পুলিশের কাছে খবর দেন।


বাইকটি পালাতে গিয়ে ইসলামপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। সেখানে উপস্থিত ছিলেন চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা ও এসআই মোহাম্মদ জাকির হোসেন। শিশুটিকে উদ্ধার করা হয়, ধরা পড়ে এক দুষ্কৃতী ছোটন নাগ। দ্বিতীয় দুষ্কৃতী পালিয়ে গেলেও তার পরিচয় জানা গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার পর মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
অপহরণ থেকে উদ্ধার — পুরো ঘটনাটি সম্পন্ন হয় মাত্র ২৫ মিনিটে। দ্রুত পদক্ষেপ ও সমন্বিত তৎপরতার জন্য প্রশংসিত মালদা জেলা পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)