বাংলার রিচা ঘোষের অবিশ্বাস্য ইনিংস। মাত্র ৭৭ বলে ৯৪ রান। একাধিক বিশ্বরেকর্ড। কিন্তু এ হেন ইনিংস কার্যত জলে গেল বোলারদের ব্যর্থতায়। টানটান ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ উইকেটে হেরে গেল ভারত। রিচার ইনিংসের পালটা একই পজিশনে নেমে একই ধরনের ইনিংস খেলে প্রোটিয়াদের ম্যাচ জিতিয়ে দলেন ডি ক্লের্ক। এই হার সেমিফাইনালের লড়াই আরও কঠিন করবে টিম ইন্ডিয়ার জন্য।