নদিয়ার এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো বাড়ির পুজো উদ্বোধন করলেন।
By -
সেপ্টেম্বর ২৬, ২০২৫
0
নদীয়া:নদীয়ায় এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো বাড়ির পুজো উদ্বোধন করলেন বৃহস্পতি বার। ফুলিয়া নিবাসী তাঁতশিল্পী পদ্মশ্রী বীরেন বসাকের বাড়ির পুজো এ বছর ৫০ বছরে পদার্পণ করেছে প্রতি বছরের মতন এ বছরেও একদিকে যেমন নিষ্ঠাভরে দুর্গা প্রতিমা পুজিতা হন অন্যদিকে প্রতিবছরেই বিষয় ভাবনাও থাকে অভিনব। মন্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা সবকিছুতেই এবছর সাবেকি আনার ছোঁয়া। থিমের নাম অন্তরে অন্দরে। থিমের মূর্তি এবং মন্ডপ সজ্জা শিল্পী অনিরুদ্ধ সরকারের শিল্প উৎকর্ষতায় বীরেন বাবুর বাড়ি এবং মন্ডপসজ্জা মিলেমিশে একাকার কোনটা কংক্রিট আর কোনটা প্যান্ডেল বোঝা বড় দায়! জানলা দরজা থেকে শুরু করে, বহু পূর্বের ঠাকুর দালান এবং আলমারি ইজি চেয়ার থেকে শুরু করে ঝাড় লন্ঠন সবকিছু শতবর্ষ প্রাচীন। মেঝেতে আঁকা অসাধারণ আলপনা।বৃহস্পতিবার ভার্চুয়াল উদ্বোধনে সশরীরে উপস্থিত ছিলেন জেলাশাসক এস অরুনপ্রসাদ, পুলিশ সুপার আশিস মৌর্য্য, মহকুমা শাসক ভরত সিং, বি ডি ও সন্দীপ ঘোষ, বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বর্তমান নদীয়া জেলা পরিষদ সদস্যা রিক্তা কুন্ডু সহ স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের নানান আধিকারিকগণ।
Tags:



