* প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর
* নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের
* গত বছর ১ অক্টোবর শোন আরেস্ট করে সিবিআই
* প্রসঙ্গত, ২০২২ সালে জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় পার্থকে প্রথম গ্রেফতার করেছিল ইডি।
* ট্রায়াল কোর্টের বাইরে যেতে পারবেন না।
* নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে।
* সাক্ষীদের সঙ্গে কথা বলতে পারবেন না।
* তদন্তে সহযোগিতা করতে হবে।
* ফোন নাম্বার তদন্তকারী অফিসারদের দিয়ে রাখতে হবে।
কোনও অপরাধ মুলক কাজে যুক্ত হতে পারবেন না।তবে কি এখনই জেলমুক্তি? প্রশ্ন উঠছিল। সুপ্রিম কোর্টের পর হাইকোর্টে এও জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এখনই পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে মুক্তি র পথে একটা বাধা থাকছে। কারণ গত ১৮ই আগস্ট সুপ্রিম কোর্ট ইডি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে জানিয়েছিল এক মাসের মধ্যে চার্জ গঠন করতে হবে এবং দুই মাসের মধ্যে সাক্ষীদের বয়ান রেকর্ড করতে হবে। সেইমতো ইডির হাতে ১৮ ই অক্টোবর পর্যন্ত সময় রয়েছে। যদি ইডি সুপ্রিম কোর্টের নির্দেশ মত চার্জ গঠন এবং সাক্ষ্য বয়ান রেকর্ড করে ফেলে তাহলেই পার্থ চট্টোপাধ্যায়ের জেল থেকে মুক্তি হবে বলেই মনে করছেন সিবিআই-এর আইনজীবীরা।

