হুগলি জেলায় শিমলা নতুন পাড়া মহিলা বৃন্দ দুর্গা উৎসব ভার্চুয়ালির মাধ্যমে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

Prathamalorbarta
By -
0

 আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল শ্রীরামপুর নতুন পাড়া মহিলাবৃন্দ দুর্গা উৎসব অনুষ্ঠানে। যেটা শ্রীরামপুর রাজ্যধরপুর আওতার মধ্যে পড়ে। আজ দেখা গেল একটা নতুন রূপে এক রাজবাড়ীর দৃশ্য। রাজবাড়ীর দৃশ্য সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই মহিলা বৃন্দের দ্বারা দুর্গা উৎসব কমিটির নতুন পাড়ায়। আজ এখানে উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর বিধানসভার বিধায়ক তথা ডাক্তার সুদীপ্ত রায় মহাশয়। এছাড়া এই রাজ্যধরপুর এলাকায় জেলা পরিষদের সদস্যা প্রিয়াঙ্কা দেবী সহ এই রাজ্যধরপুর পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে চন্দননগর কমিশনারেট এসিপি ২ সহ আরো অনেক ব্যক্তিত্বপূর্ণ মানুষরা। আজ ঠিক দুপুর সাড়ে তিনটের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় হুগলী জেলা সহ বিভিন্ন জেলায় ভার্চুয়ালির মাধ্যমে পুজো উদ্বোধন করলেন শুভ দূর্গা পুজোর তৃতীয়ায় দিনে শুভ দুপুর শুভ লগ্নে |



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)