হিলি, দক্ষিণ দিনাজপুর: কুঞ্জডুঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আবক্ষ মূর্তি স্থাপন ও রক্তদান শিবির।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী সুশান্ত কুমার দাস বিদ্যাসাগরের প্রস্তর মূর্তি স্থাপনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
বিশেষ মুহূর্তে মূর্তির উন্মোচন করেন দক্ষিণ দিনাজপুর জেলার----- ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাসদা, হিলিচক্রের এসআই সুমন সেনগুপ্ত, সমাজসেবী সুশান্ত কুমার দাস এবং অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস, হিলিচক্রের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা। অতিথিদের ফুলের তোড়া, চন্দনের টিপ এবং স্মারক দিয়ে বরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান মণ্ডল বলেন, বিদ্যাসাগরের মূর্তি স্থাপনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে এক বিরাট অনুপ্রেরণা তৈরি হয়েছে।
সহকারী শিক্ষিকা বিদিশা চক্রবর্তীর পরিচালনায় ছাত্রছাত্রীরা পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন আয়োজিত রক্তদান শিবিরে মোট ১৬ জন স্বেচ্ছাসেবক রক্তদান করেন। এই উদ্যোগকে সহযোগিতা করে দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন।
প্রতিটি রক্তদাতাকে বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক, একটি চারাগাছ ও একটি শংসাপত্র প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গৌরাঙ্গ শীল। বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে এই আয়োজন সমাজে মানবকল্যাণ ও শিক্ষার আদর্শকে স্মরণ করার পাশাপাশি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।

