গত ১৫ দিন আগেও সাদা মূল্যর দাম ছিল ১৫ থেকে ২০ টাকা পাল্লা সেই মূল্যই না পেয়ে মাঠের মুলো মাঠেই ভেঙে প্রতিবাদ করলেন চাঁদুড়িয়ার মলিচাগর চাষের মাঠে আনসার বিশ্বাস। ১৫ হাজার টাকা বিঘা প্রতি তিনবিঘে জমি লিজ নিয়ে সাদা মুলোর চাষ করেছিলেন তারপরে মুলোরে বীজ জমির তৈরি করা জমির সেচ তিনমজুরের হিসাব করে প্রায় ৬০ হাজার টাকার মতো খরচ করেও মোর দাম প্রথমদিকে ভালো থাকলেও শেষের দিকে সাদা দাম পাচ্ছেন না আনসারীরা তাই বাধ্য হয়ে মাঠের মূলো মাঠেই ভেঙে প্রতিবাদ করলেন
১৫ দিন আগেও সাদা মূল্যর দাম ছিল ১৫ থেকে ২০ টাকা পাল্লা সেই মূল্যই না পেয়ে প্রতিবাদ
By -
ডিসেম্বর ১৫, ২০২৫
0
Tags:

