যুবভারতী বিশ্ববিখ্যাত ফুটবলার লিওয়ন মেসির আগমন ঘটেছিল।

Prathamalorbarta
By -
0

যুবভারতী বিশ্ববিখ্যাত ফুটবলার  লিওয়ন মেসির আগমন ঘটেছিল। বহু আশা নিয়ে মেসি প্রেমী মেসির ফ্যানরা চোখের দেখার জন্য অনেক টাকা দিয়ে টিকিট কিনে যুবভারতী ক্রীড়াঙ্গন এ গিয়েছিলেন। কিন্তূ ফুটবল প্রেমীদের আশা নিরাশায় পরিণত হয়েছিল। উদ্যোক্তা শতদ্রু দত্ত কে গ্রেফতার করা হয়। পাশাপাশি হায়দরাবাদ এ মেসির আগমন এবং সুষ্ঠ পরিচালনার জন্য সুনাম অর্জন করেছে। কলকাতায় মেসি ফ্যান্স মেসি প্রেমীরা অনেক টাকা দিয়ে টিকিট কিনে  উদ্যোক্তারা সেই দিকে কর্ণপাত না করায় মেসি দর্শন সেভাবে করতে পারলো চারিদিকে যেমন সমালোচনা তেমনি ধিক্কার শোনা গেছে। এই প্রসঙ্গে রাগাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক ক্রীড়া প্রেমী পার্থ সারথি চট্টোপাধ্যায় কি জানালেন ?



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)