পুলিশের বড়সড় সাফল্য,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় ছিনতাই হয়ে যাওয়া সোনার অলংকার উদ্ধার করল পুলিশ। পুলিশের জালে গ্রেফতার অভিযুক্ত মহিলা। গত ১১ তারিখ নদীয়ার কৃষ্ণনগরে জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রচুর সংখ্যক মহিলাদের মধ্যে ভীমপুর থানা এলাকার বেশ কয়েকজন মহিলা বসেছিল। সেই সময় তাদের গলা থেকে সোনার অলংকার ছিনতাই হয়ে যায়, এরপরে কান্নায় ভেঙে পড়ে মহিলারা। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন, অবশেষে চার দিনের মধ্যে ছিনতাই হয়ে যাওয়া সোনার অলংকার উদ্ধার করে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। গ্রেফতার করে অভিযুক্ত মহিলাকে। জানা যায় অভিযুক্ত মহিলা ঝাড়খণ্ডের বাসিন্দা, পুলিশ বিভিন্নভাবে চিরুনি তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে, এরপর তার কাছ থেকে উদ্ধার করে সোনার অলংকার গুলি। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর জনসভা থেকে চুরির ঘটনায় সাড়া ফেলে দিয়েছিল গোটা জেলা জুড়ে, প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তৃণমূল নেতৃত্বদের। এবার পুলিশের অতি সক্রিয়তায় চুরির কুল কিনারা খুঁজে বের করল পুলিশ, আর সেখানেই বড়সড় সাফল্য বলে মনে করছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অন্যদিকে এই চুরির ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে কিনা তার তদন্তও করে দিচ্ছে পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default

