বালুরঘাটের ''সবজি এ টি এম ওয়েলফেয়ার সোসাইটি'' - ষষ্ঠতম বর্ষে সপ্তম রক্তদান শিবিরের আয়োজন

Prathamalorbarta
By -
0

বালুরঘাটের জটালি মোড়ে ''সবজি এ টি এম ওয়েলফেয়ার সোসাইটি''  আজ ১৪ই ডিসেম্বর রবিবার সকালে - ''রক্তদান মহান দান '' - এই মানবিক কর্মসূচিকে সামনে রেখে বালুরঘাট জেলা হাসপাতালের ব্লাড সেন্টারে রক্তের যোগান অব্যাহত রাখতে ষষ্ঠ বর্ষে সপ্তম রক্তদান শিবিরের আয়োজন করেছিল, জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন। এক জন মহিলা সহ মোট একত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে, নয় জন নতুন রক্তদাতা এখানে আজ প্রথম রক্তদান করেন। রক্তদান শিবির ছাড়াও এই স্বেচ্ছাসেবী সংস্থাটি সারা বছর ধরে বৃক্ষরোপণ, বস্ত্র বিতরণ, বয়স্কদের নিয়ে বনভোজন ইত্যাদি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। করোনা কালে লকডাউন চলাকালীন এই সংস্থাটি দুঃস্থ ও অসহায় মানুষদের বিনামূল্যে দিনের পর দিন সবজি ও খাবার যুগিয়ে গেছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)