আগামী ১১ তারিখ নদিয়া জেলা সফরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে শুরু হয়েছে জোড় কদমে প্রস্তুতি। প্রশাসনিক ব্যস্ততাও বেড়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তার ব্যবস্থা। নদীয়ার কৃষ্ণনগর গভমেন্ট কলেজের মাঠে জনসভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করবেন একাধিক প্রকল্পের শুভ উদ্বোধন, পাশাপাশি ২৬ এ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে দিতে পারেন একাধিক বার্তা। এখন সেই দিকেই পাখির চোখ রয়েছে কর্মী সমর্থকদের। রবিবার কৃষ্ণনগর গভমেন্ট কলেজ মাঠ পরিদর্শন করতে গেলেন জেলা পুলিশ প্রশাসন, সাথে ছিলেন নদীয়া জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কিভাবে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা যায় এবং গোটা মাঠ পরিদর্শন করা হয় প্রশাসনের তরফ থেকে।

