৬৫ বছর বয়সী বৃদ্ধা স্ত্রীকে বিষ খাইয়ে নিজেই বিষ খেয়ে আত্মহত্যা করলেন ৭২ বছর বয়সী বৃদ্ধ স্বামী। হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। ঘটনায় তীব্র চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরের এক নম্বর শান্তিগড় কলোনি বিবাদী পল্লী এলাকায়। মৃত বৃদ্ধর নাম নারায়ণ সিংহ বয়স ৭২, বৃদ্ধা রিনা সিংহ বয়স ৬৫। পরিবারে রয়েছে দুই পুত্র সন্তান।
স্থানীয়দের দাবি বৃদ্ধা, রিনা সিংহ গত কয়েক বছর আগে শারীরিক অসুস্থতার কারণে শরীরের একাংশ অকেজো হয়ে যায়, এরপর থেকেই মানসিক অবসাদে ভুগতে থাকে বৃদ্ধ স্বামী নারায়ণ সিংহ। সূত্রের খবর গতকাল রাতে স্বামী স্ত্রী ঘরের ভেতরেই ছিলেন, হঠাৎই দুজনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যাই পরিবারের সদস্যরা। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের তরফ থেকে জানানো হয়, বিষাক্ত কীটনাশক খেয়ে দুজনেই আত্মহত্যা করেছে। অন্যদিকে বৃদ্ধ বৃদ্ধার আত্মঘাতীর ঘটনায় বাড়ছে রহসের দানা। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। স্বাভাবিকভাবেই বৃদ্ধ দম্পতির আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়ে পরিবার। যদিও এই ধরনের মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্যের দানা। আদৌ কি মানসিক অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা, নাকি রয়েছে অন্য কোন রহস্য সেটাই বুঝে উঠতে পারছেন না এলাকার মানুষ। রবিবার বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ, ময়না তদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট পুলিশ মর্গে। তবে যতক্ষণ না পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট পুলিশের হাতে না আসছে ততক্ষণ পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে থেকেই যাচ্ছে ধোঁয়াশা। এখন দেখার একই সাথে দম্পতির বিষ খেয়ে আত্মহত্যার ঘটনায় পুলিশের হাতে উঠে আসে কি চাঞ্চল্যকর তথ্য।

