রানাঘাট নাশড়াপাড়া হেমনলিনি গার্লস হাইস্কুলই এবার ইংরাজিতে পঠনপাঠন শুরু হতে চলছে নতুন বছরে এমন সুযোগ পড়ুয়াদের সামনে এসে গেলো।

Prathamalorbarta
By -
0

রানাঘাট নাশড়াপাড়া হেমনলিনি গার্লস হাইস্কুলই এবার ইংরাজিতে পঠনপাঠন শুরু হতে চলছে নতুন বছরে এমন সুযোগ পড়ুয়াদের সামনে এসে গেলো। ছাত্রীদের আর বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে বেশি টাকা খরচ করে পড়তে হবে না। এই নিয়ে সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো 

রানাঘাটের  নাশরাপাড়া  হেমনলিনি  গার্লস হাইস্কুল ।ইংরেজি মাধ্যমে পঠনপাঠন চালুর অনুমোদন পেয়েছেন এই স্কুল। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের সেই নির্দেশ অনুসারে  স্কুলে ভর্তি প্রক্রিয়া  শুরু হতে চলেছে নতুন বছর থেকে শুরু হবে   ইংরেজি মাধ্যমেপড়া শুনা পাশাপাশি বাংলা মাধ্যমেও পঠনপাঠন চালু থাকবে। শিক্ষা দপ্তরের এই ইংরেজি মাধ্যমে পঠনপাঠন চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্কুলের  অভিভাবক মহল।

উচ্চ বিদ্যালয়ে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস অনুযায়ী পড়াশুনা হবে।

সংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের 

প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা দাস, 

সভাপতি, বিদ্যালয় পরিচালন সমিতি শফিকুল ইসলাম,

সদ্যসা বিদ্যালয় পরিচালন সমিতি শাশ্বতী ঘোষ, সদস্য, বিদ্যালয় পরিচালন সমিতি গৌতম পূজারী । এই প্রসঙ্গে প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা দাস কি জানালেন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)