বিবেক উৎসব 2026 নতুন বছরে 4ঠা জানুয়ারি থেকে শুরু হচ্ছে চলবে 13ই জানুয়ারি

Prathamalorbarta
By -
0

বিবেক উৎসব 2026 নতুন বছরে 4ঠা জানুয়ারি থেকে শুরু হচ্ছে চলবে 13ই জানুয়ারি। সোমবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন বিবেক উৎসব কমিটির সম্পাদক রাকেশ আলী। 

সোমবার রাতে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি রমাপ্রসাদ রায়, সম্পাদক রাকেশ আলী সহ বিশিষ্ঠ জন । এই বিবেক উৎসব শুধু রানাঘাট নয় জেলা ছড়িয়ে রাজ্যে একটা আলদা মাত্রা অনুভুতি হয়। বিভিন্ন নামী সঙ্গীত শিল্পী সহ নানা প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান একটা আলাদা মাত্রা যোগ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)