ভাই গেছে কাজে শাশুড়িও বাড়িতে নেই! পাশের ঘরে ভাইয়ের বাচ্চা সারারাত কাঁদার জন্য ঘুমে ব্যাঘাত ভাসুরের, ভোর হতেই গরম মেজাজে, ধারালো দা নিয়ে এলোপাথাটি কোপ বৌমা কে
By -Prathamalorbarta
নভেম্বর ১৯, ২০২৫
0
নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাইগাছি বাগানে পাড়া ইটভাটা এলাকায় বুধবার ভোরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ, বৌমা কমলা বিশ্বাসকে ধারালো হাসুয়া দিয়ে কোপ মারেন তাঁর ভাসুর সুব্রত বিশ্বাস। রক্তাক্ত অবস্থায় কমলা দেবীর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘটনাস্থলেই তারা অভিযুক্ত সুব্রতকে হাতেনাতে ধরে ফেলে গাছে বেঁধে রাখেন এবং খবর দেন শান্তিপুর থানায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুব্রত বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে মারাত্মক আহত কমলা বিশ্বাসকে স্থানীয়রা উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে অন্যত্র রেফার করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মাথা এবং পেছনের অংশে ধারালো দায়ের কোপ দেওয়া হয়েছে চার-পাঁচটি।
পরিবার সূত্রে জানা যায়, কমলা বিশ্বাসের স্বামী সুশান্ত বিশ্বাস ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তিনি কলকাতায় আর পাঁচটা দিনের মতন ভোররাত থাকতে গেছেন কাজে। অভিভাবক বলতে শাশুড়িও বাড়ি ছিলেন না গতকাল রাতে। ইতিমধ্যেই শান্তিপুর থানার কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন এবং প্রতিবেশীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। তবে এলাকা সূত্রে জানা গেছে, কমলা দেবীর বাচ্চা অসুস্থ থাকার কারণে গতকাল রাত সারারাত কান্নাকাটি করেছে মা বাবা হিসাবে তারা সহ্য করলেও ঘুমের ব্যাঘাত পাশের ঘরে শুয়ে থাকা ভাসুর মাঝেমধ্যেই বিরক্তি প্রকাশ করছিলেন এরপর তার ভাই ভোররাতে কাজে চলে যাওয়ার পর মেজাজের পারদ আরো চড়ে যায়! ঘরের থেকে ধারালো দাব বের করে পাশের ঘরের বৌমা কে এলোপাথাড়ি কোপাতে থাকে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। শুধুই কি ঘুমের ব্যাঘাত নাকি পূর্বের কোন শত্রুতা! ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। অন্যদিকে শান্তিপুর হাসপাতাল থেকে কৃষ্ণনগরের স্থানান্তরিত করা কমলা দেবীর শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। বলেই জানা গেছে শেষ খবরে।