আদৌ বেঁচে আছেন ইমরান খান? পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে তুমুল জল্পনা।

Prathamalorbarta
By -
0

আদৌ বেঁচে আছেন ইমরান খান? পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে তুমুল জল্পনা। তেতে উঠেছে পাকিস্তান। জেলবন্দি ইমরান খান (Imran Khan)-কে দেখার দাবিতে বিক্ষোভ চলছে জেলের বাইরে। জল্পনা রটে গিয়েছে যে জেলের ভিতরেই হয়তো মৃত্যু হয়েছে ইমরান খানের। 

এই ঘটনাকে কেন্দ্র করে গোটা পাকিস্তান জুড়ে উত্তেজনা ছড়িয়েছে।ইমরানের তিন বোন, নরিন খান, আলিমা খান ও উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়েছিলেন তাঁর সঙ্গে দেখা করতে। অভিযোগ, তাদের ব্যাপক মারধর করে পুলিশ। তাদের সঙ্গে ইমরানের দল, তেহরিক-ই-ইনসাফ পার্টির সমর্থকরা ছিলেন। তাদেরও মারধর করা হয়।প্রসঙ্গত, তেহখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০২৩ সাল থেকে জেলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগেও বেশ কয়েকবার ইমরানের উপরে জেলে অত্যাচার, এমনকী বিষ দিয়ে হত্যার অভিযোগও উঠেছিল।  তবে কোনওবারই সত্য সামনে আসেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)