২০১৪ সাল থেকে বাংলাদেশী ভোটার বসবাস করছে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী গ্রামে।
লিটন দাস নামে ওই বাংলাদেশের ভোটারের নাম ইতিমধ্যেই এ রাজ্যের ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে। মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় এই নাম তোলায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই লিটন দাসের সম্পত্তি দুই দেশেই রয়েছে। সেই সম্পত্তি বাঁচানোর জন্য দু'দেশে বসবাস করছে বলে দাবি লিটন দাস সহ তার পরিবারের।
আর শুধু এই লিটন দাস নয় গোটা গ্রাম জুড়ে প্রায় ৫০ শতাংশ মানুষ বাংলাদেশের ভোটার বলে অভিযোগ এলাকাবাসীর। কিভাবে তারা বাংলাদেশ থেকে এই দেশে এলো তা নিয়ে প্রশ্ন উঠলেও তারা অবৈধভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ। তবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে কোন এ ধরনের ভোটার কে তাড়ানো হবে না হিন্দু ভোটার হলে তাদেরকে CAA এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে।