বালুরঘাটের মোক্তার পাড়ার রাধামাধব জিউ মন্দিরে আগামী ৪ঠা নভেম্বর
By -Prathamalorbarta
নভেম্বর ০১, ২০২৫
0
প্রতিবছরের মতো এবছরও বালুরঘাটের মোক্তার পাড়ার রাধামাধব জিউ মন্দিরে আগামী ৪ঠা নভেম্বর মঙ্গলবার রাতে মহাসাড়ম্বরে রাস পূর্ণিমার উৎসব অনুষ্ঠিত হবে। দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রাস উৎসবের মধ্যে অন্যতম হলো রাধামাধব জিউ মন্দিরের রাস উৎসব। স্থানীয় এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষের সমাগম হয় এখানকার রাস পূর্ণিমার উৎসবে। প্রতিবার উৎসবের শেষে সকলকে প্রসাদ বিতরণ করা হয় মন্দিরের পক্ষ থেকে। এখানকার রাস পূর্ণিমার উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে, এমনটাই জানালেন রাধামাধব জিউ মন্দিরের কর্মকর্তারা।