জগদ্ধাত্রী বিসর্জন নদিয়ার কৃষ্ণনগরে রাত জেগে বিসর্জন দেখলেন। কৃষ্ণনগরে আগত দর্শনার্থী। ভোররাত অবধি জগদ্ধাত্রী চলে বিসর্জন । বুড়িমা, ছোটমা,রাজবাড়ীর প্রতিমা সহ বিভিন্ন বারোয়ারী পুজোর প্রতিমা শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন । একদিনের নদীয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো তারপর দিন বিসর্জন সকালে শোভাযাত্রা সহকারে বিভিন্ন টেবলো নিয়ে ঘট বিসর্জন দেখার মতো সন্ধ্যায় শুরু হয় বিসর্জন পর্ব যা পরের অর্থাৎ আজ শনিবার সকাল অবধি চলে। বিশাল পুলিশ বাহিনী পুলিশ প্রশাসন, দমকল কর্মীরা সজাগ থাকেন বিসর্জন পর্ব সুষ্ঠ ভাবে হওয়ার জন্য।