ভারতরত্ন, লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শো তম জন্মজয়ন্তীতে একতা যাত্রার আয়োজন করছে দক্ষিন দিনাজপুর

Prathamalorbarta
By -
0

ভারতরত্ন, লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শো তম জন্মজয়ন্তীতে একতা যাত্রার আয়োজন করছে দক্ষিন দিনাজপুর। এই বিশেষ কর্মসূচিতে রাজ্যের প্রতিটি জেলা থেকে দুইজন করে যুব প্রতিনিধিকে বেছে নেওয়া হবে।

এদের মূল কেন্দ্র থেকে নিয়ে যাওয়া হবে গুজরাটের সর্দার প্যাটেলের পৈতৃক গ্রাম করমসাদে। সেখান থেকে গুজরাটের কেভাড়িয়ায় স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত হবে দীর্ঘ পদযাত্রায় তারা অংশগ্রহন করবে। আজ রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি আরও জানান এই জেলায় সতেরোই নভেম্বর থেকে উনিশে নভেম্বর এই তিনদিন জেলার তিন জায়গা থেকে এই একতা যাত্রা অনুষ্ঠিত হবে।

 ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) দক্ষিণ দিনাজপুরের তত্ত্বাবধানে এই তিন দিনের একথা যাত্রা তিন থেকে পাঁচ কিলোমিটার করে পদযাত্রা করা হবে। এই পদযাত্রা অনুষ্ঠিত হবে সমস্ত বিধানসভার মধ্য দিয়ে। সতেরোই নভেম্বর মালঞ্চা থেকে বালুরঘাট পর্যন্ত, আঠারোই নভেম্বর পাগলিগঞ্জ থেকে পতিরাম চৌরঙ্গী মোড় পর্যন্ত এবং উনিশে নভেম্বর হরিরামপুরের ধূমসাদীঘি থেকে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড অবধি এই একতা যাত্রা অনুষ্ঠিত হবে। 

তার দাবি দেশের ঐক্যতা বজায় রাখার পাশাপাশি যুবসমাজের জন্য মাদকমুক্ত ভারতের অঙ্গীকার, স্বদেশী পণ্য গ্রহণের প্রচারের জন্য প্রচুর মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই একতা মার্চে দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়বে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বলে আশা সংগঠকদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)