হালিশহরে অর্জুন সিং এর মিছিলের রাস্তায় মাইকে বাজলো খেলা হবে স্লোগান, পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হলো।
By -Prathamalorbarta
নভেম্বর ১৮, ২০২৫
0
সম্প্রতি বিহার নির্বাচনে 200 বেশি আসন নিয়ে সরকার তৈরি করেছে এনডিএ। তারপর থেকেই চাঙ্গা হয়েছে অঙ্গ বিজেপি। বিহার পারলে বাংলার কেন নয় এই পোস্টার লিখেই আজ পথে নামল ব্যারাকপুর সংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। আজ হালিশহর চৌমাথা থেকে বলদেঘাটা পর্যন্ত এক সু বিশাল মিছিল করে বিজেপি নেতৃত্ব।
মিছিলের নেতৃত্ব ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে ও অন্যান্য নেতৃত্ব। তবে মিছিল শুরুর অনেক আগে থেকেই পুরো রাস্তাটি জুড়ে তৃণমূলের তরফ মাইক লাগানো হয়। মাইকে শোনা যায় খেলা হবে গান ও।
শুধু তাই নয় বিজেপির মিছিল ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল পুলিশ প্রশাসনের তরফ থেকেও। মিছিল থেকে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন, মানুষ আমাদের সাথে আছে এটা তার প্রমান। তৃণমূলের নামে যত পোকামাকড় আছে আজ থেকে বীজপুর বিধানসভায় যেটিয়ে বিদায় করার কাজ শুরু করে দিয়েছি, অপরদিকে হালিশহর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার বলেন ,মিছিল চলাকালীন মাইক বাজার সম্পর্কে তিনি জানান, আগামী ১৯ শে নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে তৃণমূল সমর্থিত একটি ক্লাব ওখানে অনুষ্ঠান করবে, সেই কারণেই মাইক বাজানো।