আয়ুষ্মানের সঙ্গে আইনি বিয়ের ১৭ বছরে আদুরে পোস্ট তাহিরার
By -Prathamalorbarta
নভেম্বর ০২, ২০২৫
0
সম্পর্ক ভাঙা, বিবাহবিচ্ছেদের যুগে তাঁরা যেন ভালোবাসার এক উজ্জ্বল নজির। কথা হচ্ছে আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপের। পায়েপায়ে তাঁদের আইনি বিয়ের সতেরো বছর পূর্তি হল। আর সেই উপলক্ষে আয়ুষ্মানকে আদুরে পোস্টে ভালোবাসা জানালেন তাহিরা। কী লিখলেন অভিনেতা-স্বামীর উদ্দেশ্যে? এদিন ইনস্টাগ্রামে তাহিরা দুটি ছবি পোস্ট করেন, তাঁর ও আয়ুস্মানের। সেখানে দু’টি ছবির একটিতে দেখা যাচ্ছে, বিয়ের দিনে তাহিরার কপালে উষ্ণ চুমু এঁকে দিতে আয়ুষ্মানকে।