বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে নয় বছরের দাম্পত্য ভেঙে চাঞ্চল্য
By -Prathamalorbarta
নভেম্বর ১২, ২০২৫
0
বীরভূমের সাঁইথিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। নয় বছর আটেকের দাম্পত্য জীবন, সাত বছরের সন্তান—সব কিছু ছেড়ে দিয়ে নিজের স্ত্রীর সঙ্গে বন্ধুর বিয়ে দিলেন এক যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা ও পেশায় গাড়ি চালক বাপি মণ্ডলের সঙ্গে বছর নয়েক আগে তারাপীঠে বিয়ে হয় পঞ্চমী দেবীর।
তাদের একটি সাত বছরের পুত্রও রয়েছে। বাপি কলকাতায় গাড়ি চালান, আর সেই সূত্রে তার শৈশবের বন্ধু জিৎ মিত্রর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল।কলকাতায় থাকার সময় জিৎ-এর মাধ্যমে টাকাপয়সা পাঠাতেন বাপি। প্রায়ই ফোনে ও বাড়িতে যাতায়াত থাকত জিৎ-এর। সেখান থেকেই শুরু হয় পঞ্চমী ও জিৎ-এর অবৈধ সম্পর্ক। বিষয়টি জানতে পেরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। শেষমেশ পঞ্চমী স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতন ও পরকীয়া সংক্রান্ত অভিযোগ দায়ের করেন।এরপর মঙ্গলবার পঞ্চমীর বাপের বাড়ি থেকে নিয়ে এসে সাঁইথিয়ার নন্দীকেশরী মন্দিরে বাপি মণ্ডল নিজেই তার স্ত্রী পঞ্চমীর সঙ্গে তার বন্ধু জিৎ মিত্রর বিয়ে দেন।