শুভেন্দু অধিকারী: ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে।
By -Prathamalorbarta
নভেম্বর ১৩, ২০২৫
0
পুরুলিয়া, কাঁথি, কোচবিহার, বীরভূম, তমলুক, পাঁচটি বিধানসভা এলাকার একাধিক এন্ট্রি রয়েছে একজন ভোটারের। নির্বাচন কমিশনের কাছে সেই সমস্ত প্রমাণ নিয়ে উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হার্ড কপির পাশাপাশি পেনড্রাইভে এনেছেন সফট কপি। ১৩ লক্ষ ২৫ হাজার এরকম ডবল এন্ট্রির তথ্য রয়েছে বিরোধী দলনেতার কাছে।