ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মবার্ষিকীতে ময়ূরেশ্বরে কংগ্রেসের শ্রদ্ধা নিবেদনভারতবর্ষের প্রয়াত প্রথম মহিলা প্রধানমন্ত্রী

Prathamalorbarta
By -
0

ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মবার্ষিকীতে ময়ূরেশ্বরে কংগ্রেসের শ্রদ্ধা নিবেদনভারতবর্ষের প্রয়াত প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন শ্রীমতী ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ, ১৯ নভেম্বর, ময়ূরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাল জেলা কংগ্রেস।সকাল ৯টা নাগাদ আয়োজিত অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর জীবন, সংগ্রাম ও দেশগঠনে তাঁর ভূমিকা সম্পর্কিত বক্তব্য রাখেন PCC-র সদস্য ও প্রাক্তন বীরভূম জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা। তিনি জানান, “ইন্দিরা গান্ধী ছিলেন দেশনেতৃত্বের এক অনন্য উদাহরণ। তাঁর আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল, যুব নেতা সাইফার আলি, SC/ST সেলের ময়ূরেশ্বর–১ ব্লক কংগ্রেস কমিটির চেয়ারম্যান ধীরেন দলুই, মেহেরপুর গ্রামের কংগ্রেস কর্মী উত্তম দত্ত, রসুলপুর গ্রামের কর্মী বাসির সেখ সহ প্রমুখ নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ মানুষ।ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্পণের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করেন সকলেই।



Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)