মা শান্তি রাইস মিলের ছাইয়ে ঢাকছে চাকপাড়া–জয়রামপুর, জাতীয় সড়কে শ্বাসকষ্টে বিপন্ন হাজারো মানুষ ।

Prathamalorbarta
By -
0

বীরভূমের রামপুরহাট থানার চাকপাড়া–জয়রামপুর সংলগ্ন এলাকায় ‘মা শান্তি রাইস মিল’-এর ছাই ফেলার জেরে তীব্র দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

প্রতিদিন ভোরেই ট্রাক্টরে করে মিলের ছাই ফেলা হচ্ছে রানীগঞ্জ–১৪ নম্বর জাতীয় সড়কের দুই ধারে। ফলে ঘন ধুলোর চাদরে ঢেকে যাচ্ছে পুরো রাস্তা, তৈরি হচ্ছে চোখ জ্বালা, শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যা।স্থানীয়রা জানিয়েছেন—বহুবার অনুরোধ করেও মিল কর্তৃপক্ষ ছাই ফেলার জায়গা বদলাচ্ছে না। 

ধুলো ও উড়ন্ত ছাইয়ে স্কুলগামী শিশু থেকে দোকানদার, পথচারী—সকলেরই অসুবিধা বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।দূষণ রুখতে রাইস মিলকে নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়ার দাবি তুলেছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)