আসছে ‘কিং’! জন্মদিনেই মহা সমারোহে প্রকাশ্যে টিজার শাহরুখময়

Prathamalorbarta
By -
0

অপেক্ষার পারদ চড়ছিল আগে থেকেই। শাহরুখ খানের জন্মদিনের সকালে ভক্তদের অধীর অপেক্ষা ছিল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের জন্য। অবশেষে মুক্তি পেল সেই টিজার। প্রথমবার বহুচর্চিত ছবির ঝলক এল প্রকাশ্যে। যেমন ভাবা গিয়েছিল, এই টিজার তেমনই। শাহরুখময়। এবং অ্যাকশনের জৌলুসে যথারীতি চমকে দিয়েছেন কিং খান। শাহরুখকে এমন ঝকঝকে স্মার্ট লুকে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)