বালুরঘাটে যুগাবতার শ্রী সত্য সাই বাবার জন্মশতবর্ষ উদযাপন

Prathamalorbarta
By -
0

আজ তেইশে নভেম্বর রবিবার সারাদিনব্যাপী বালুরঘাটে নাট্যমন্দিরে বিগত বছরগুলির ন্যায় এবারেও যুগাবতার শ্রী সত্য সাই বাবার ১০০তম জন্মোৎসব সাই সংস্থার অনুগামীদের উপস্থিতিতে বিভিন্ন বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে,  আজ সকালে নাট্য মন্দিরের প্রশান্তি পতাকা উত্তোলন, প্রেম প্রদীপ প্রজ্জ্বলন, বেদ পাঠ ও অষ্টোত্তর শতনামের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। 

 অনুষ্ঠান উপলক্ষ্যে শ্রী সত্য সাই বাবার প্রতিকৃতি সহ সাই সংস্থার অনুগামীদের উপস্থিতিতে একটি নগর সংকীর্তন শহর পরিক্রমা করে। নাট্যমন্দিরে এরপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্ভাষণ, অবতর বৈভবম, প্রশ্নোত্তর প্রতিযোগিতা, তথ্যচিত্র, নারায়ণ সেবা, প্রশান্তি বিদ্বান মহাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ১০০তম প্রদীপ প্রজ্জ্বলন, ভজন ও মঙ্গল আরতির পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)