নিহত যুবক আদর্শ লোসাল্কা পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা। শনিবার হোটেল থেকে বিবস্ত্র অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। নিহত চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের পা দুটি বাঁধা অবস্থায় ছিল। তাঁর নাকের নিচে জমাট বাঁধা রক্তের দাগ পাওয়া গিয়েছে। হোটেলের ঘর থেকে যুবকের মোবাইল ফোনটিও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে তাঁকে খুন করা হয়েছে বলেই সন্দেহ তদন্তকারীদের।
পুলিশ সূত্রে খবর, এক তরুণী ও এক যুবককে নিয়ে হোটেলে ওঠেন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। পলাতক তরুণীর বাড়ি কালীঘাটে এবং অপর যুবকের বাড়ি নদিয়া জেলায়। হোটেলের ২টি রুম ভাড়া নেওয়া হয়েছিল। নিহত যুবকই অনলাইনে হোটেল বুক করেন। শুক্রবার রাত ৮:৩০ মিনিটে কসবার হোটেলে চেক-ইন করেন ৩ জন। রাত ২টো নাগাদ হোটেল থেকে বেরিয়ে যান তরুণী ও তাঁর সঙ্গী যুবক। বাকি আরেকজন না বেরোনোয় সন্দেহ হয় হোটেল কর্মীদের। সন্দেহ হওয়ায় হোটেলকর্মীরা কসবা থানায় খবর দেন। হোটেল কনস্যুলেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হোটেলের ২ জন কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কসবা থানার পুলিশ।