হোম খেলা মোহনবাগানের জয়ের পরই মাঠের বাইরে বিক্ষোভে সমর্থকরা মোহনবাগানের জয়ের পরই মাঠের বাইরে বিক্ষোভে সমর্থকরা By -Prathamalorbarta অক্টোবর ১৬, ২০২৫ 0 ইউনাইটেড স্পোর্টসকে ২-০ হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে উঠেছে মোহনবাগান। কিন্তু জয়ের আনন্দ ভুলে বিক্ষোভে ফেটে পড়লেন সবুজমেরুন সমর্থককুল।তাঁদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে বুধবারের কিশোর ভারতী। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। তারপর গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। Tags: খেলা Facebook Twitter Whatsapp নবীনতর পূর্বতন