দূরত্ব ঘুচিয়ে এবার নুসরতের পোস্টে যশের ‘দুষ্টু’ কমেন্ট

Prathamalorbarta
By -
0

তারকা দম্পতিদের জীবন নিয়ে আমজনতার উৎসাহের অন্তঃ নেই। সেইরকম চর্চিত তারকা দম্পতিদের তালিকায় রয়েছেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। বেশ কয়েকমাস আগেই তাঁদের সম্পর্কে মান-অভিমানের পালা চলছিল। 

মেঘ জমেছিল দু’জনের মনেই। সেই মেঘের ঘনঘটা কেটে গিয়ে যে ফের তাঁদের সুখী দাম্পত্যজীবন কাটছে তা তাঁদের সোশাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাচ্ছে। সম্প্রতি সেরকমই আরও এক চোখে পড়ল নেটিজেনদের। কীভাবে? নায়িকার পোস্ট করা ভিডিওই দিচ্ছে সেই ইঙ্গিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)