বালুরঘাটের ইউরেকা ক্লাবের দুর্গাপুজোর এইবছর ৪৮ তম বর্ষ

Prathamalorbarta
By -
0



এইবছর ৪৮ তম বর্ষে পড়লো বালুরঘাটের মোক্তার পাড়ার ইউরেকা ক্লাবের দুর্গাপুজো। অত্যন্ত নিষ্ঠাভক্তি সহকারে বাংলার সাবেকি ঘরনায় প্রচলিত রীতি-নীতি মেনে এখানে পুজো হয়। এখানকার পুজোর মূল বিশেষত্ব হলো প্রতিবছর পুজোর দিনগুলোতে কোন কুপন ছাড়াই মায়ের অন্নভোগ ভক্তদের হাতে তুলে দেওয়া হয়। এবার পুজোতে মহাসপ্তমী থেকে মহানবমী পর্যন্ত প্রতিদিন দুপুরে ২৪০টি সরা ও ১৬০টি হাড়ি অন্নভোগ ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে বিতরণ করা হলো।

 মহানবমীর দিন সন্ধ্যা সাতটা থেকে প্রায় ৬ থেকে ৮ কড়াই খিচুড়ি ও ঘাটি পুজোমন্ডপে আগত দর্শনার্থীদের বিতরণ করা হয়। পুজোতে মোক্তার পাড়ায় বসবাসকারীদের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মানুষজনও এই পুজোতে শামিল হন। বহু মানুষ এখানে মহাষ্টমীর দিন অঞ্জলি দেন। এখানে মহানবমীতে বোয়াল মাছ সহ অন্ন ভোগের পাশাপাশি বিজয়া দশমীতে রাইখোর মাছ সহ পান্তা ভাত দেবীকে ভোগ দেওয়া হয়। এবারের পুজোর বিষয়ে এমনটাই জানালেন ইউরেকা ক্লাবের সদস্য ইন্দ্রনীল রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)