দক্ষিণপাড়া বারোয়ারি দুর্গাপূজা সমিতি ১০৭ বছরের প্রতিমা নিরঞ্জনের জন্য বৈদ্যবাটি মুখার্জি ঘাটে দর্শনার্থীদের ভিড় আছড়ে পড়লো।

Prathamalorbarta
By -
0

 আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল আজ শুভ দশমী। প্রথমেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এবং শুভকামনা। আমাদের প্রতিনিধি প্রথমে চলে গেছিল বৈদ্যবাটি মুখার্জি ঘাটে। সেখানে মানুষের মাথা আর মাথা। কারণ তারা অপেক্ষা করে আছে কখন দক্ষিণপাড়া বারোয়ারি দুর্গাপূজা প্রতিমা নিরঞ্জন এর সেই দৃশ্য তারা ক্যামেরাবন্দি করবে এবং মাকে আবার আসার জন্য নিমন্ত্রণ করবে। এই ঘাটে আরো অন্যান্য মন্ডলের প্রতিমা বিসর্জন হল যেটা আমাদের প্রতিনিধি সরাসরি সেই দৃশ্য ধরে নিল। সব থেকে বড় কথা।

এই বৈদ্যবাটি পৌরসভা এবং ঘাট কমিটির যৌথ উদ্যোগে বৈদ্যবাটি পৌরসভার স্টাফকে কাজে লাগানো বৈদ্যবাটি পৌরসভা। শেষ স্টাফেদের কাজ হল শুধু মাত্র প্রতিমা বই নিয়ে গিয়ে নিরঞ্জন করবে গঙ্গায়। যার কথা না বললে নয় আজ প্রশাসন ছিল কঠোর এবং নিয়মের মধ্যে। এই ঘাটে যখন জোয়ার ঢুকে যায় তখন প্রশাসনের ভূমিকা সক্রিয় হয়ে উঠল। তারা তখন দর্শনার্থীদের উপর দিকে উঠে যেতে বললো যেকোনো সময় জল বেড়ে বেড়ে সিঁড়ি ডুবিয়ে দিতে পারে সেই আশঙ্কায় দর্শনার্থীদের উপরে তুলে দিল। আমাদের চ্যানেলের পর্দায় ঘাট কমিটির বয়স্ক ব্যক্তি এবং ব্যানার্জি বাড়ির সদস্য রাসবিহারী ব্যানার্জি কি বললে আজকে প্রতিমা নিরঞ্জন এর ব্যাপারে আসুন আমরা শুনে নেব তাদের মূল্যবান কথা। বৈদ্যবাটি মুখার্জির ঘাট থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)