হোম বিনোদন বিদেশ যাওয়ার ছাড়পত্র পাওয়ার পরই নেটদুনিয়ায় সরব রিয়া বিদেশ যাওয়ার ছাড়পত্র পাওয়ার পরই নেটদুনিয়ায় সরব রিয়া By -Prathamalorbarta অক্টোবর ০৪, ২০২৫ 0 সুশান্ত সিং রাজপুতের মৃত্যুমামলায় বড়সড় স্বস্তি পেয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মিলেছে বিদেশ যাত্রার ছাড়পত্র। পাসপোর্ট ফেরত পেয়েছেন তিনি। তারপরই সোশাল মিডিয়ায় গর্জন অভিনেত্রীর। ‘সত্যের জয় হবেই’ – আর একবার সেকথাই লিখলেন তিনি।রিয়া চক্রবর্তী সোশাল মিডিয়ায় লেখেন, “গত ৫ বছরে ধৈর্যই ছিল আমার পাসপোর্ট। ক্রমাগত লড়াই। অসীম আশা। আজ আমি আবার পাসপোর্ট ফেরত পেয়েছি। আমার দ্বিতীয় চ্যাপটারের জন্য তৈরি।” এরপরই তিনি লেখেন, “সত্যের জয় হবেই।” Tags: বিনোদন Facebook Twitter Whatsapp নবীনতর পূর্বতন