জানেন বিশ্বের সবচেয়ে অলস জাতি কারা ?৭ লাখ মানুষের ফোনে নজরদারি! তারপর গবেষণায় এল ভয়ংকর সত্য! আপনি দিনে কত কদম হাঁটেন?

Prathamalorbarta
By -
0

এই সংখ্যায় নাকি বলে দেয় আপনি কর্মঠ নাকি অলস !অলসতার চ্যাম্পিয়ন কোন‌ দেশ? গবেষণায় উঠে এলো এক অপ্রত্যাশিত দেশের নাম!

অলসতায় এগিয়ে কোন দেশ? প্রশ্নটা শুনে অনেকেই হাসবেন কিন্তু বিজ্ঞানীরা বিষয়টিকে নিয়েছেন বেশ গুরুত্ব দিয়ে। যখন ৭ লাখ ১৭ হাজার মানুষের মোবাইল ট্র্যাক করা হলো তখন দেখা গেল কোন দেশের মানুষ দিনে কত পা হাঁটেন, তা দিয়েই নির্ধারণ করা সম্ভব তাঁদের কর্মচঞ্চলতা।

যখন ফলাফল বেরোলো সকলেই হতবাক - বিশ্বের সবচেয়ে অলস দেশ হিসেবে উঠে এলো ইন্দোনেশিয়ার নাম! ল্যানসেটের এক জরিপ বলছে, ইন্দোনেশিয়ার প্রায় ৬১% মানুষই অলস। অন্যদিকে বিশ্বের সবচেয়ে কর্মঠ দেশ হিসেবে নির্বাচিত হয়েছে চীন।

চিনের নাগরিকরা দিনে গড়ে ৬৮৮০ বার পা হাঁটেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ইন্দোনেশিয়ার পরেই অলসতার তালিকায় জায়গা পেয়েছে সৌদি আরব ও মালয়েশিয়া। গবেষণার তথ্য বলছে হাঁটার সংখ্যা যত কম অলসতা ততই বেশি। তাই এবার ভাবুন দিনে আপনি কত পা হাঁটেন!

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)