ছট পুজোর জন্য চূর্ণী নদীর ধার পরিষ্কার করা হলো।

Prathamalorbarta
By -
0

ছট পুজোর জন্য চূর্ণী নদীর ধার পরিষ্কার করা হলো।আর দুই দিন পর ছট পুজো। শুক্রবার রানাঘাট তার পার্শ্ববর্তী অঞ্চলে রানাঘাটের ওপর দিয়ে বয়ে চলা চূর্ণী নদীর ঘাট পরিষ্কার করা হলো ছট পুজোর জন্য।

মূলতো ছট পুজোর প্রধান দেবতা সূর্য দেব আর তাই ভক্ত বৃন্দরা জলে নেমে সূর্য দেব কে পুজো করেন। নদীর পারে থাকে পুজোর উপকরণ স্নান করে সূর্য দেবকে প্রণাম করে নদীর ধারে পুজো করেন। তাই রানাঘাট পৌরসভার পক্ষ থেকে চূর্ণী নদীর ধার পুজোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)