কালীপুজোর আগেই জেনে নিন এই মন্ত্র, যা বদলে দিতে পারে আপনারও ভাগ্য !
By -
অক্টোবর ১৯, ২০২৫
0
মা কালীর বীজ মন্ত্র "ওম ক্রীং কালী" - এই মন্ত্র উচ্চারণ করলে দূর হবে সমস্ত নেতিবাচক শক্তি। ভক্তের মনের জেগে উঠবে ইতিবাচক চিন্তা। এর সাথে সাথেই বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস ও জ্ঞান।
এবং "ওম মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশান বাসিন্যৈ চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ " - মা কালী গায়ত্রী মন্ত্র ভক্তকে নিয়ে যায় উচ্চতর আত্মিক অবস্থানে।
Tags:

