কালীপুজোর আগেই জেনে নিন এই মন্ত্র, যা বদলে দিতে পারে আপনারও ভাগ্য !

Prathamalorbarta
By -
0

তবে সতর্ক ! সব মন্ত্র কিন্তু সকলের জন্য নয় তাই ভুল করলে তা বিপদ ডেকে আনতে পারে আজ কালীপুজো । এই সময় থেকেই শুরু হয় মায়ের শক্তিধারনের প্রস্তুতি । কিন্তু আপনারা কি জানেন? মায়ের এমন কিছু শক্তিশালী মন্ত্র আছে, যা জব করলেই আপনার জীবনের সমস্ত অন্ধকার মুছে যায় । শাস্ত্র বলছে, এই মন্ত্র গুলির মাধ্যমেই নাকি ভক্তরা পান শুভশক্তি এবং মুক্তির পথ। আদ্যাশক্তি মহামায়া মহাকালী রূপে যেমন ভয়ংকরী, তেমনি অভয়দায়িনী - আর তার আশীর্বাদ পেতে প্রয়োজন সঠিক মন্ত্র জপ। 

মা কালীর বীজ মন্ত্র "ওম ক্রীং কালী" - এই মন্ত্র উচ্চারণ করলে দূর হবে সমস্ত নেতিবাচক শক্তি। ভক্তের মনের জেগে উঠবে ইতিবাচক চিন্তা। এর সাথে সাথেই বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস ও জ্ঞান। 
মা কালীর আরেকটি শক্তিশালী মন্ত্র হলো - " ওম ক্রীং কালিকায়ৈ নমঃ"- এই মন্ত্র ভক্তের মনে শুদ্ধ চেতনা এবং আধ্যাত্মিক উন্নতি ঘটায়। শাস্ত্রের মতে, "ওম ক্রীং কালিকায়ৈ নমঃ" জব করলে মা কালী স্বয়ং ভক্তকে আশীর্বাদ দেন। এছাড়াও এই মন্ত্র জপ করলে জটিল থেকে জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

এবং "ওম মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশান বাসিন্যৈ চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ "  - মা কালী গায়ত্রী মন্ত্র ভক্তকে নিয়ে যায় উচ্চতর আত্মিক অবস্থানে। 
তবে সতর্ক থাকতে হবে, কারণ মা কালী মন্ত্রের তেজ ধারণ করা সহজ নয়। ভক্তের শরীর ও মন প্রস্তুত না থাকলে কিংবা গুরু দীক্ষা ছাড়া এই মন্ত্র গুলি জব করা একেবারেই উচিত নয়। তার কারণ মহাকালীর সত্যি যেমন আশীর্বাদ দিতে পারে তেমনই অপ্রস্তুত মনে জাগাতে পারে বিভ্রান্তি। তাই দীক্ষিত হয়ে এবং এক মনে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মায়ের মন্ত্র জপ করলেই মিলবে সত্যিকারের আশীর্বাদ ও মুক্তি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)