মাত্র ৯ বছর বয়সে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বুকে প্রথম এই খ্যাতি অর্জন করেছে সুকৃতি।

Prathamalorbarta
By -
0

মাত্র ৯ বছর বয়সে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বুকে প্রথম এই খ্যাতি অর্জন করেছে সুকৃতি। নিজের প্রতিভায় দেশের প্রতিটি প্রান্তে নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছে এই নৃত্য শিল্পী। 

সুকৃতি জানিয়েছেআমি অনেক দিন ধরে এই জায়গায় আসতে চেষ্টা করেছি, আমি আরো অনেক দুরে যেতে চাই। বড়োদের আশীর্বাদ নিয়ে এবং অবশ্যই পড়াশোনা করে এগিয়ে যেতে চাই।হায়দারপাড়া থেকে এক বিশাল সভাযাত্রা বের করা হয় সুকৃতির সন্মান এর জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)