রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। উত্তর থেকে দক্ষিণবঙ্গ— সব জায়গা থেকেই সরে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুপুজোর পর থেকে তাপমাত্রাও সামান্য কমেছে দক্ষিণবঙ্গে।
আলিপুর জানিয়েছে, আগামী সাত দিনে রাজ্যের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও জারি হয়নি। আপাতত সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে।