এবার দুই থেকে তিন হওয়ার পালা। রাঘব-পরিণীতির সংসারে আসতে চলেছে খুদে সদস্য। ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগীদের সুখবর জানিয়েছেন আগেই পরণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। সন্তান আসার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা দু’জনেই।
সুখবর দেওয়ার পর থেকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি পরিণীতিকে। এবার সন্তান আসার আগেই স্বামীর সঙ্গে মুম্বই ছাড়লেন তিনি।