সন্তান আগমনের দিন গুনছেন রাঘব-পরিণীতি

Prathamalorbarta
By -
0

এবার দুই থেকে তিন হওয়ার পালা। রাঘব-পরিণীতির সংসারে আসতে চলেছে খুদে সদস্য। ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগীদের সুখবর জানিয়েছেন আগেই পরণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। সন্তান আসার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা দু’জনেই। 


সুখবর দেওয়ার পর থেকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি পরিণীতিকে। এবার সন্তান আসার আগেই স্বামীর সঙ্গে মুম্বই ছাড়লেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)