জাপানের তৈরি স্পেস এক্সপ্রেস ছুটবে এবার পৃথিবী থেকে মঙ্গল গ্ৰহ পর্যন্ত !

Prathamalorbarta
By -
0

ভাবুন, আপনি স্টেশনে দাঁড়িয়ে আছেন আর  অ্যানাউন্সমেন্টে ভেসে আসছে পরবর্তী স্টপ মঙ্গল , ভাঁয়া চাঁদ ! শুনতে যতই সাইন্স ফিকশন সিনেমার সংলাপ মনে হোক না কেন, এটাই হতে চলেছে ভবিষ্যতের বাস্তবতা। জাপানের বিখ্যাত ইউনিভার্সিটির এবং কজিমা কনস্ট্রাকশনের যৌথ উদ্যোগে তৈরি করতে চলেছে একটি প্রকল্প যার নাম "স্পেস এক্সপ্রেস"। এটি হলো বিশ্বের প্রথম মহাকাশ বুলেট ট্রেন। যা পৃথিবী থেকে ছাড়বে তারপর পৌঁছাবে চাঁদে এবং সেখান থেকে ছুঁটবে মঙ্গল গ্রহের দিকে।


জাপানের এই বুলেট ট্রেন চলবে "হেক্সা ট্রাক" নামের ইলেক্ট্রোম্যাগনেটিক রেলপথে। ট্রেনের যাত্রীরা থাকবেন "হেক্সা ক্যাপসুলে"। এই ক্যাপসুল এর মধ্যে থাকবে যাত্রী - ভারসাম্য ও আরামের বিশেষ ব্যবস্থা। আশ্চর্যের বিষয় হল এই বুলেট ট্রেন এর ভেতর থাকবে artificial 1G gravity ( কৃত্রিম মাধ্যাকর্ষণ ) যাতে মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণ মানব শরীরের কোনো ক্ষতি না করে। 


বর্তমানে জাপান চায়, মহাকাশে স্থায়ী মানব বসতি গড়তে। চাঁদে তৈরি করা হচ্ছে "লুনা গ্লাস" এবং মঙ্গল গ্রহে "মার্স গ্লাস" - এগুলি হলো বিশাল কাচের শহরের মতন যেখানে থাকবে গাছ, কৃষিজমি, নদী এবং বনভূমি। এই বিশেষ পদ্ধতির মধ্যে থাকবে কৃত্রিম মাধ্যাকর্ষণ, যাতে প্রজন্মের পর প্রজন্ম এই মহাশূন্যে থেকেও মানব শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখতে পারে। এই প্রকল্পের প্রোটোটাইপ জাপানের পরিকল্পনা অনুযায়ী ২০৫০ সালের মধ্যেই তৈরি হতে পারে, বলে মনে করেছেন বিজ্ঞানীরা। সারা পৃথিবী এখন আশাবাদী, কারণ জাপানের এই উদ্যোগ হয়তো সত্যিই সেই দিনে পৌঁছাবে, যখন কেউ বলবে, "চলুন আজ চাঁদে উইকেন্ডে ঘুরে আসি !"

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)