ছট পুজো প্রধান আরাধ্য দেবতা হলো সূর্য সেই উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে
By -Prathamalorbarta
অক্টোবর ২৬, ২০২৫
0
ছট পুজো সোমবার আর সেই উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। ছট পুজো প্রধান আরাধ্য দেবতা হলো সূর্য। আর প্রধান প্রসাদ ঠেকুয়া।গঙ্গা, বা নদীর ঘাটে ঠেকুয়া আস্ত ফল কুলো ডালায় নিয়ে যাওয়া হয় ছট পুজো উপলক্ষে ।
আটার তৈরি ঠেকুয়া বিশেষ ধরনের মিষ্টান্ন জাতীয় খাবার হল প্রধান প্রসাদ ছট পূজার। সোমবার বি কেলে এই পুজোর সূচনা। বিকালে সূর্য ডোবার আগে প্রথমবার আস্ত কলা ডাব নানা বিধ ফলমূল ঘাটে গিয়ে পূজা দিয়ে, পরের দিন মঙ্গলবার সূর্যদেব ওঠার আগে একইভাবে পুজো দিয়ে সমাপ্ত হয় ছট পুজো প্রক্রিয়া। বিকালে সূর্য ডোবার আগে প্রথমবার আস্ত কলা ডাব নানা বিধ ফলমূল ঘাটে গিয়ে পূজা দিয়ে, পরের দিন মঙ্গলবার সূর্যদেব ওঠার আগে একইভাবে পুজো দিয়ে সমাপ্ত হয় ছট পুজো প্রক্রিয়া।
বিকালে সূর্য ডোবার আগে প্রথমবার আস্ত কলা ডাব নানা বিধ ফলমূল ঘাটে গিয়ে পূজা দিয়ে, পরের দিন মঙ্গলবার সূর্যদেব ওঠার আগে একইভাবে পুজো দিয়ে সমাপ্ত হয় ছট পুজো প্রক্রিয়া। মূলত হিন্দিভাষী এ রাজ্যবাসী বিহার ঝাড়খন্ড উত্তর প্রদেশ নানা দেশ থেকে আগত বাসিন্দাদের প্রধান উৎসব এই ছট পুজো আস্তে আস্তে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জেলায় ছট পুজো হয়। পূজো উপলক্ষে নতুন বস্ত্র কেনা, ঘরে রং করা সাজানো-গোছানো আলপনা দেওয়া নতুন জামা কাপড় কেনা এবং নানাবিধ খাদ্য খাবারের মাধ্যমে আনন্দ উপভোগ করেন তারা।