পুলিশের কনস্টেবল গৌরব চংদার সংখ্যা তত্ত্বের উপর "এ গ্লিম্পস অফ লাইট" গ্রন্থ লিখে সারা ফেলে দিলেন

Prathamalorbarta
By -
0

বর্তমান একবিংশ শতাব্দীতে বিশ্বয়নের যুগেও মানুষ জ্যোতিষ বলতে কিছু তন্ত্রমন্ত্র, তাবিজ, কবজ ও পাথরকে বুঝে থাকে, কিন্ত এই প্রচলিত অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসার জন্য মানুষের জীবনের কর্ম অনুযায়ী কর্ম ফলের উপর ভিত্তি করে সম্পূর্ণ সংখ্যা তত্ত্বের উপর নির্ভর করেও যে মানবজীবনের নিখুঁত বিশ্লেষণ করা যায়, সেই সংখ্যা তত্ত্বের বিষয়ের উপর "   


এ গ্লিম্পস অফ লাইট" নামে একটি গ্রন্থ লিখে বালুরঘাটের পাশাপাশি সারা দক্ষিণ দিনাজপুর জেলার বুকে সারা ফেলে দিলেন বালুরঘাটের ভূমিপুত্র তথা রায়গঞ্জ কসবার চতুর্থ আরক্ষা বাহিনীর পুলিশের কনস্টেবল গৌরব চংদার। এই গ্রন্থে গৌরব বাবু মানবজীবনে প্রতিটি মুহূর্তে সংখ্যা তত্ত্বের প্রভাবের পাশাপাশি সংখ্যা তত্ত্বের উপর নির্ভর করে মানবজীবনকে সঠিক ভাবে পরিচালনা করা যায় সেই বিষয়টিও পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)