ছট পুজোয় কেন সূর্যদেব ও ছটি মাইয়ার আরাধনা করা হয়? জানুন এই পূজোর প্রকৃত মাহাত্ম্য!রামায়ণ থেকে রাজা প্রিয়ব্রত-ছট পুজোর ইতিহাসে লুকিয়ে আছে নানান অলৌকিক কাহিনী! আসুন জেনে নিই বিস্তারিত..!

Prathamalorbarta
By -
0

আজ ছট পুজো, চার দিনব্যাপী এক আধ্যাত্মিক যাত্রা। এই পুজোয় সূর্যদেব এবং তার বোন ছটি মাইয়ার বা দেবী ষষ্ঠীর আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। আমরা সকলেই জানি, সূর্যদেবকে ধরা হয় জীবনের ধারক, শক্তির উৎস ও প্রত্যক্ষ দেবতা হিসেবে। এবং ছটি মাইয়া বা দেবী ষষ্ঠী হলেন মাতৃত্ব এবং সন্তানের রক্ষাকারী দেবী , যিনি নবজাতকদের অশুভ শক্তি থেকে রক্ষা করেন।

বিশ্বাস করা হয়, সূর্যের রশ্মি মানুষের শরীর ও আত্মাকে শুদ্ধ করে। অন্যদিকে দেবী ষষ্ঠীর আশীর্বাদে  পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে। পৌরাণিক কাহিনী অনুসারে, রামায়ণে রাম ও সীতা বনবাস শেষে সূর্যের আরাধনা করেছিলেন, এবং মহাভারতে কর্ণ প্রতিদিন সূর্যকে অর্ঘ্য দিতেন। আবার অন্যদিকে রাজা প্রিয়ব্রত নিঃসন্তান ছিলেন - তাঁর যজ্ঞে ব্রহ্মার মানস কন্যা ষষ্ঠী দেবী আবির্ভূত হয়ে আশীর্বাদ দেন, এবং সেখান থেকেই এই পুজোর সূচনা হয়। তাই ছট পুজো শুধু ধর্মীয় নয়, জীবনের শক্তি ও প্রকৃতির প্রতি গভীর কৃতজ্ঞতার প্রতীক।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)