কিশোরীকে কটুক্তি পাত্তা না দেওয়ায় বাইকের ধাক্কা রোমিওদের হাসপাতালে ভর্তি ধরে ফেলে মারধোর গ্রামবাসীদের
By -Prathamalorbarta
অক্টোবর ২৯, ২০২৫
0
উত্তর ২৪ পরগনা বসিরহাট টু মহকুমার বসিরহাট থানার টাকি রোডে মধ্যমপুর এর ঘটনা বছর ১৫ নাবালিকা ছাত্রীর উত্তপ্ত করতে তিন যুবক পাত্তা দেয়ায় আজ রাত আটটা নাগাদ গৃহ শিক্ষকের কাছে পড়ে যখন সাইকেলে করে বাড়ি ফিরছিল সেই সময় ৩ যুবক এসে প্রথমে তাকে কটুক্তি করে তারপর সাইকেল চালালে পিছন দিক থেকে গিয়ে সজরে ধাক্কা মারে, রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে বসিরহাট সাতটা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার জন্য প্রত্যক্ষদর্শীরা ধাওয়া করে তিন যুবককে ধরে ফেলে একটি দোকান ঘরের মধ্যে আটকে রাখে মারধর করে ঘটনাচলে বসিরহাট থানার পুলিশ গিয়ে উদ্ধার করেছে ওই যুবকদের মোটরসাইকেলটি পাশের নয়ানজুলিতে পড়ে যায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে ছে প্রত্যক্ষদর্শী ও ছাত্রীর মার অভিযোগ দীর্ঘদিন ধরে এই টাকি রোডে অন্ধকার নামলেই রোমিওরা মোটরসাইকেলের দাপাদাপি করেন বারবার পুলিশকে জানিয়ে কোন ফল হয়নি যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে আহত ছাত্রীর মা ও গ্রামবাসীরা