ঘটনা সম্পর্কে জানা যায় এনায়েতপুর এর নওয়াদা এলাকার বাসিন্দা ফেকু চৌধুরীর মেয়ে শ্যামলী চৌধুরীর(২২) বিগত তিন বছর আগে মালদার ইংলিশ বাজার ব্লকের সাতটারি কাকমারি এলাকার বাসিন্দা অমিত চৌধুরীর(৩২) সঙ্গে বিয়ে হয়।
তাদের এক বছরের এক নাবালক পুত্র সন্তান রয়েছে। শনিবার মনসা গান শুনতে অমিত চৌধুরী শ্বশুরবাড়ি আসে। সোমবার সাত সকালেই অমিত চৌধুরীর মৃতদেহ শ্বশুরবাড়ির পাশেই পাওয়া যায়। অমিত চৌধুরীর পরিবার খুনের অভিযোগ করেছেন শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার খবর পাওয়ার পর মণিকচক থানার পুলিস আসে। মৃত অমিত চৌধুরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালাদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেডিক্যাল রির্পোট আসার পর জানা যাবে খুন না কি আত্মহত্যা।

