৩৩ বছর পর ফের বাঙালি কেউ কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় সেবা প্রকল্পের কলকাতা আঞ্চলিক কার্যালয়ে আঞ্চলিক অধিকর্তা হিসেবে যোগদান করলেন এক বঙ্গ সন্তান যার বাড়ী নদিয়ার রানাঘাটে।
By -Prathamalorbarta
অক্টোবর ১৯, ২০২৫
0
৩৩ বছর পর ফের বাঙালি কেউ কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় সেবা প্রকল্পের কলকাতা আঞ্চলিক কার্যালয়ে আঞ্চলিক অধিকর্তা হিসেবে যোগদান করলেন এক বঙ্গ সন্তান যার বাড়ী নদিয়ার রানাঘাটে।
রানাঘাট পালচৌধুরি উচ্চ বিদ্যালয়ের ছাত্র অগ্নিমীল দাস তার এমন সাফল্যে খুশি রানাঘাট সহ নদীয়াজেলা।১৯৯২ সালে কলকাতার সুচেতা চৌধুরী পরে এই প্রথম ৩৩বছর পর একজন বাঙালি হিসেবে এই পদের দায়িত্ব এ এলেন অগ্নিমীল দাস এই পদে এলেন।
২০১৮ সালে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে নির্বাচিত হয়ে জাতীয় সেবা প্রকল্পের প্রধান কার্যালয় নতুন দিল্লিতে যুব আধিকারিক হিসাবে যোগ দেন এরপর গুয়াহাটি, কোলকাতা দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তরুণ প্রজন্মের কাছে তিনি প্রেরণা বলে মনে করছে রানাঘাট বাসী।